স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভতির ১৮ ও ২১ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বরের ডি ইউনিটের জীববিজ্ঞান অনুষদের লিখিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বরের ই ইউনিটের বিজনেস স্টাডিজের অনুষদ লিখিত পরীক্ষা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে এ সব পরীক্ষা শুরু হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক এ সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।