কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে শিক্ষক বরখাস্ত

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক সহকারী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। দৌলতপুরের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মকলেচুর রহমান বিএসসি নবম ও দশম শ্রেণির ক্লাসরুমে ছাত্রীদের শরীরে বিভিন্নভাবে হাত দেয়াসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং প্রাইভেট পড়ানোর সময় বিভিন্ন অজুহাতে ছাত্রীদের শরীরে হাত দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রী ও অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটিকে অবহিত করেন। ওই শিক্ষকের বিচারের দাবিতে এলাকার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী গতকাল বুধবার সকাল থেকে জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেট অবরুদ্ধ করে রাখেন। এরপর প্রতিবাদের মুখে ম্যানেজিং কমিটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা পাওয়ার পর গতকাল বুধবার শিক্ষক মকলেচুর রহমানকে দু মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়।