মাথাভাঙ্গা মনিটর: তামিম ইকবাল ও মুমিনুল হকের শতরানের জুটি ম্যাচ বাঁচানোর স্বপ্ন না দেখালেও অন্তত পঞ্চম দিন পর্যন্ত খেলা নিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলো। কিন্তু পারেনি বাংলাদেশ। মাত্র চার দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ২৯৬ রানে হেরেছে অতিথিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধান হেরেছে বাংলাদেশ। গত মঙ্গলবার শিবনারায়ন চন্দরপলের শতকে ভর করে বাংলাদেশকে ৪৮৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তামিম-মুমিনুলের ১১০ রানের জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। সুলেমান বেনের বল সুইপ করতে গিয়ে তামিম শ্যানন গ্যাব্রিয়েলের ক্যাচে পরিণত হলে ভাঙে ৪৭.১ ওভার স্থায়ী জুটি। ১৫৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে তামিম করেন ৬৪ রান। তামিমের বিদায়ের পর ৩৪ রান যোগ করতে শেষ ৭ উইকেট হারিয়ে বড় পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। ম্যাচ সেরা: শিবনারায়ন চন্দরপল। সিরিজ সেরা: ক্রেইগ ব্রেথওয়েইট।