ইসরাইলের ভেতরে সামরিক অভিযান চালাতে সক্ষম হিজবুল্লাহ

 

মাথাভাঙ্গা মনিটর: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ভবিষ্যত যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভেতরে সামরিক অভিযান চালাবে সংগঠনের যোদ্ধারা। এ ধরনের সামরিক শক্তি ও সক্ষমতা অর্জন করেছে হিজবুল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক হিজবুল্লাহর এক শীর্ষ পর্যায়ের কমান্ডার এ কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়া থেকে তার যোদ্ধারা নানা কৌশল শিখেছেন এবং ভবিষ্যত যুদ্ধে সেসব কৌশল প্রয়োগ করে যথেষ্ট শক্তি নিয়ে ইসরাইলি এলাকা দখলে নেবেন। হিজবুল্লাহর এ কমান্ডার জানান, গত সাড়ে তিন বছর থেকে তার যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর পাশাপাশি থেকে লড়াই করছেন। এ যুদ্ধ থেকে হিজবুল্লাহর অভিজ্ঞতা ও আস্থা অনেক বেড়েছে। সিরিয়ার স্থলযুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতা হিজবুল্লাহর সক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সোমবার ইসরাইলের সেনা মুখপাত্র মেজর আরিয়ে শালিচার বলেছেন, হিবুল্লাহর যেকোনো হুমকি মোকাবেলায় ইহুদিবাদী সেনারা প্রস্তুত রয়েছে। তার এ বক্তব্যের পর হিজবুল্লাহর কমান্ডার এসব কথা বললেন। এ থেকে ধারণা করা হচ্ছে- এখনই দু পক্ষের মধ্যে যুদ্ধ আসন্ন না হলেও ভবিষ্যত যুদ্ধ এড়ানো সম্ভব হবে না। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ যুদ্ধ হয়েছে ২০০৬ সালে এবং সে যুদ্ধে ইসরাইলি হামলায় লেবাননের ১ হাজার ২শ মানুষ শহীদ হন যার বেশির ভাগই বেসামরিক; অন্যদিকে ইসরাইলের কমপক্ষে ১৬০ সেনা নিহত হয়।