টিপ্পনী

 

খবর:(বিকাশ এজেন্টে ভুয়া ম্যাসেজ দেয়ায় পারদর্শী ভোদুয়ার রুহুল আমিনও পাকড়াও)

 

কান কাটা কেনো ঘোষ

আছে তার নানা দোষ

পাম দিলে ফুলে ওঠে

বেটা খুব শোনে ফোঁস।

 

চাটি খেয়ে কাটা কান

উনি বেশ খাটা খান

মাঝে মাঝে লুঙি খুলে

দুই গালে ঝাঁটা খান।

 

আরে ও তো ফেটো লোক

আজেবাজে আছে ঝোঁক

মাফ নেই ভুয়া কাজে

জেল-জরিমানা হোক।

 

-আহাদ আলী মোল্লা