ঝিনাইদহ শহর শিবিরের সভাপতিসহ ৩ জন আটক : বিজিবি মোতায়েন

 

ঝিনাইদহ অফিস: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘিরে নাশকতা এড়াতে ঝিনাইদহ জেলাজুড়ে কঠোর নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ঝিনাইদহ ও মহেশপুরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি শাহজালালসহ (২৪) তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের আদর্শপাড়া বকুলতলা এলাকা থেকে শিবির নেতা শাহাজালালকে তাকে আটক করা হয়। হরিণাকুণ্ডু থানা পুলিশ দু জামায়াতকর্মীকে আটক করেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, জামায়াত নেতা সাঈদীর রায়কে কেন্দ্র করে জেলায় নাশকতা সৃষ্টি করতে পারে এ আশঙ্কায় তাদেরকে আটক করা হয়েছে।