চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

 

স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী। গৌরবের ৪৯ বছরে পদার্পণ। এ দিবসটি পালন উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেছে। আয়োজিত কর্মসূচি সফল করতে প্রেসক্লাসের সকল সদস্যকে যথাসময়ে প্রেসক্লাবে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীন ও সাধারণ সম্পাদক সরদার আল আমিন।

১৯৬৬ সালের ১৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠা পায়। দীর্ঘপথ পাড়ি দিয়ে প্রতিষ্ঠানটি আজ ৪৯ বছরে। ক্লাবসূত্রে বলা হয়েছে, আগামী বছর যেহেতু প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী, সেহেতু এবার আয়োজন সদস্যদের মধ্যেই সীমিত রাখা হয়েছে। সদস্যরা সকাল ১০টায় কেক কেটে কর্মসূচির উদ্বোধন করবেন। শোভাযাত্রা সহকারে জেলা শহর প্রদক্ষিণের পর ঘরোয়া পরিবেশে আলোচনাসভা। আলোচনাসভায় প্রতিষ্ঠাতা সভাপতি মকবুলার রহমানসহ বিগত দিনে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারাই নবীনদের মাঝে তুলে ধরবেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গৌরবগাঁথা ইতিহাস। অবশ্য দুপুরের কর্মসূচিতে দাতা সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।