চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক

 

দিনব্যাপি ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্ট সোসাইটি পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন কার্যক্রমকে বেগবান ও ইউনিট ট্রেসিং টিমের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে দিনব্যাপি ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টশন কর্মশালা। ওরিয়েন্টশন কর্মশালার উদ্ধোধন করেন- রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান। কর্মশালায় বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারি ফজলুর রহমান, কার্যকরি সদস্য হুমায়ুন কবীর মালিক, ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাডভোকেট মহ. শামসুজ্জোহা (পিপি) ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউনিটের উপপরিচালক হায়দার আলী।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগের কর্মকর্তা একেএম মহসিন ও মাহবুবুল হক ওরিয়েন্টশন কর্মশালায় ২০ জন শিক্ষক ও যুব রেডক্রিসেন্ট সদস্যদের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণার্থীরা হলেন- কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা পারভীন, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক কুমার অধিকারী, এমএবারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনি, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলি নাসির, খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সায়েম, স্বেচ্ছাসেবক ফিরোজ আল মামুন, যুব রেডক্রিসেন্ট সদস্য মাবুদ সরকার, উবাইদুল ইসলাম তুহিন, তন্দ্রা বিশ্বাস ও শাহনাজ পারভীনসহ অন্যরা।

কর্মশালায় প্রধান অতিথি সেলিম উদ্দিন খান বলেন, প্রাকৃতিক দুর্যোগ, সশস্ত্র সংঘাত, অবৈধ অভিবাসন কিংবা বিদেশে কারাগারে আটকের ফলে পরিবার-পরিজনের সাথে যখন স্বাভাবিক যোগাযোগের পথ বন্ধ হয়ে যায়, তখন রেডক্রস বা রেডক্রিসেন্ট মেসেজ ফর্মের মাধ্যমে পারিবারিক সংবাদ বিনাখরচে আদান-প্রদানের ব্যবস্থা করে থাকে।