কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ ২৪ জন মুক্তিযোদ্ধার সনদপত্রসহ অন্যান্য সুবিধাদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সাময়িক স্থগিত করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে কোটচাঁদপুরে ২৪ জন মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্রসহ অন্যান্য সুযোগ সুবিধা স্থগিত করা হয়। এরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত নাছিরউদ্দীন কালু, আনোয়ারুল আলম খোকন, সেলিম রহমান, প্রফেসার আব্দুল লতিফ, আব্দুস সত্তার, মৃত ডা. মোজাম্মেল হক, মৃত সামসুল হক মুকুল, আব্দুল গফুর, তৈয়ব আলী, শহিদুল ইসলাম, দিলীপ বদ্য, হায়দার আলী, মমতাজ উদ্দীন, সামছুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল হক, আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক মাস্টার, সাইদুল্লাহ, হাবিলদার আব্দুল গনি, ডা. আলী আহমেদ, কাজী তৈয়ব, মসলেম মিয়া ও আহাসান উল্লাহ।