কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ দু যুবক আটক

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ দু যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে আব্দুল মজিদ মণ্ডল (৩৫) এবং একই উপজেলার আড়ুয়াপাড়ার দাউদ আলী শেখের ছেলে আব্দুল আলীম শেখ (২৮)। গত সোমবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলায় অবস্থিত একটি গ্যারেজে অভিযান চালিয়ে ওই দু যুবককে আটক করে।

র‌্যাবসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের একটি দল লাহিনী বটতলায় অভিযান চালিয়ে আব্দুল মজিদের গ্যারেজ থেকে একটি চোরাই লাল রঙের ১০০ সিসি হিরোহোন্ডা মোটরসাইকেলসহ আটক করে।