রোকনুজ্জামান কুষ্টিয়া
টেলিভিশন চ্যানেল এনটিভির কুষ্টিয়াস্থ ষ্টাফ করেসপনডেন্ট, কুষ্টিয়া টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন’র সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ পিনু’র উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী ভেড়ামারার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল বুধবার সকাল ১১টায় ভেড়ামারা ডাকবাংলোর সামনের ভেড়ামারা-কুষ্টিয়া সড়কে দাঁড়িয়ে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে কুষ্টিয়া এবং ভেড়ামারার সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, কুষ্টিয়া সম্মিলিত সাংবাদিক পরিষদ’র আহবায়ক সাংবাদিক নেতা মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা জাসদ’র সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদ’র চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আবু দাউদ, মোকারিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান বেনজির আহম্মেদ বেনু সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।