মেহেরপুরে অজ্ঞাত রোগে ৭ ছাত্রী অসুস্থ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদরাসায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৭ম শ্রেণির ৭ ছাত্রীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। অসুস্থরা হলো- রেকসোনা, তাজমিনা, সুখী, লিপি, উম্মে হানি, জলি ও রেখা। গোভীপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আকবর আলী জানান, মাদরাসায় কোচিং করার সময় ৭ম শ্রেণির ছাত্রী জলি হঠাৎ করে বুকে যন্ত্রণা অনুভব করে। তার পরপরই তার হাত ও পা অবশ হতে থাকে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পরপরই একে একে আরো ৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. অলোক কুমার দাস জানান, মাস সাইকোজেনিকজনিত (মানসিক সমস্যা) কারণে এ সমস্যা হয়েছে। এটি একটি সামাজিক রোগ। এ রোগী কেউ দেখলে তারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।