বেগমপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলার আত্মগোপনকারী আসামি নাটরের জামাল গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআইডি’র তদান্তাধীন অপহরণ ও চাঁদাবাজি মামলার আত্মগোপনকারী পলাতক আসামি নাটরের জামালকে প্রেফতার করেছে। অপহৃত স্কুলছাত্র নুরুল ইসলামের সন্ধানে চলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ।

জানা গেছে, নাটর জেলার বড়াই থানার রাজাপুর গ্রামের স্কুলছাত্র নুরুল ইসলামকে কিছু দিন আগে অপহরণ করে একটি সঙ্ঘবদ্ধ অপহরণচক্র। অপহরণের পর নুরুলের পরিবারের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করে ওই চক্র। মামলাটি তদন্তে ভার পড়ে নাটর জেলা সিআইডি পুলিশের ওপর। সিআইডি পুলিশ বিষয়টি চুয়াডাঙ্গা জেলা পুলিশকে অবহিত করে এবং অপহরকচক্রের প্রধান হোতা চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করছে এমন তথ্য থাকে পুলিশের নিকট। তারই সূত্র ধরে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসনে। এ সময় পুলিশ অপরিচিত লোকের উপস্থিতি এবং প্রাপ্ত তথ্যমতে গ্রেফতার করেন নাটর রাজাপুর গ্রামের হাসমত আলীর ছেলে অপহরণচক্রের প্রধান হোতা জামাল উদ্দিনকে (৩৫)। পুলিশ বলেছে, বেশ কিছু দিন আগে সে স্কুলছাত্র নুরুল ইসলামকে অপহরণ করে এ এলাকায় আত্মগোপন করে আছে। স্কুলছাত্র নুরুল ইসলামকে উদ্ধারের জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।