ঢাবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সাময়িক বহিষ্কার

 

স্টাফ রিপোর্টার: যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে তার বিরুদ্ধে আনীত ছাত্রী হয়রানির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাতে সিন্ডিকেট বৈঠকে সাইফুল ইসলামের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এদিকে অভিযুক্ত শিক্ষককে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন থিয়েটার অ্যান্ড পারফন্মের শিক্ষার্থীরা। এর আগে দুপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদ থেকে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম। গতকাল সোমবার দুপুর দেড়টায় তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তাকে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভাগের একটি ক্লাসরুমে দু ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সহায়তায় তাকে মুক্ত করে চেয়ারম্যানকক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ওই শিক্ষকের আজীবন বহিষ্কারের দাবি জানান। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে গত শনিবার বিকেলে তাকে নিজ বাড়িতে ডাকেন সাইফুল ইসলাম। তিনি সেখানে গেলে তাকে যৌন হয়রানি করা হয়।