সকল ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান
ডিঙ্গেদহ প্রতিনিধি: আগামী মাসের প্রথম সপ্তায় মুসলমানদের ঈদুল আজহা ও হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। উভয় ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার জন্য জনপ্রতিনিধিসহ সকলের প্রতি আহ্বান জানান। গতকাল সোমবার সকার ১০টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি আরও বলেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে আলুকদিয়া কানাপুকুরের নিকট ৩ ঘণ্টা ধরে বাস-ট্রাকে গণডাকাতির ঘটনা কারো কাম্য নয়। ঈদের আগে দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়িতে ঈদ করার জন্য পরিবারের জন্য কেনাকাটা করে বাড়ি ফিরবে। রাস্তাঘাটে ছিনতাই ও ডাকাতির কবলে পড়ে তাদের পরিবারের আনন্দ যেন ম্লান না হয় সে জন্য পুলিশ টহল বাড়ানোর জন্য পুলিশ সুপারের প্রতি অনুরোধ জানান। এ সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান বলেন, কিছু সন্ত্রাসী দূরে বসে মোবাইলের মাধ্যমে চাঁদাবাজি করছে। তাদের মোবাইলের হুমকিতে ভীত না হয়ে সন্ত্রাসীদের মোবাইল নম্বরগুলো পুলিশ প্রশাসনকে জানানোর জন্য ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি অ্যাড. সামসুজ্জোহা, এপিপি অ্যাড. আকসিজুল ইসলাম রতন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মহাতাব উদ্দিন, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের নুঝাত পারভীন ও অ্যাড. মানি খন্দকার।