জীবননগরে মোটরসাইকেল-থ্রিহুইলার সংঘর্ষে আহত ১

 

জীবননগর ব্যুরো: জীবননগরে মোটরসাইকেল-থ্রিহুইলার সংঘর্ষে মোটরসাইকেলচালক ইসমাইল হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে মোটরসাইকেলের সাথে থ্রি-হুইলারের এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালসূত্রে জানা যায়, উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের ভোলাই মণ্ডলের ছেলে ইসমাইল হোসেন (৫০) মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি থ্রিহুইলার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক ইসমাইল হোসেন ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।