হ্যাপি গ্রেফতার : বেল্টু ও ফয়জুলকে খুঁজছে পুলিশ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিমরুল্লার হাফিজুর রহমান হ্যাপিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে দেখতে এসে অপর মামলার পলাতক আসামি তারই ভাই আব্দুল মোমিনও ধরা পড়েছে পুলিশের হাতে। পুলিশ বলেছে, হ্যাপি মোটরসাইকেল চুরি মামলার আসামি। আর মোমিনের বিরুদ্ধে রয়েছে পৃথক জিআর মামলা।
মোটরসাইকেল চুরির মামলার অপর আসামি ভিমরুল্লার বেল্টু ও ফয়জুল এখনও ধরা পড়েনি। এদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, গত ২৯ আগস্ট ভিমরুল্লার হকেজ্জেলের ছেলে আজিজুলকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় চোরাই দুটি মোটারসাইকেল। তারই দেয়া তথ্যের ভিত্তিতে সিন্ডিকেটের সদস্যদের সন্ধান মেলে। মামলা রুজু করা হয়। এ মামলার আসামি হিসেবে ভিমরুল্লার আবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান হ্যাপিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। খোঁজা হচ্ছে সাবেক পৌর কমিশনার বেল্টুসহ তার অপর সহযোগী ফয়জুলকে।
সূত্র বলেছে, হাফিজুর রহমানকে গ্রেফতারের পর তার ভাই আব্দুল মোমিন গোয়েন্দা পুলিশ দফতরে ঘুর ঘুর করতে থাকে। এ সময় তাকে আটক করা হয়। আটকের পর পুলিশ বলেছে, মোমিন পৃথক মামলার আসামি। দু ভাইকেই আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হতে পারে।