খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ করদাতাদের আনুষ্ঠানিক সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ঠিকাদার ও ভূষিমাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ। গতকাল আয়কর দিবসে তাকে পুরস্কারে ভূষিত করা হয়। খুলনা বয়রা মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গার সর্বোচ্চ করদাতা আবুল কালামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মিজানুর রহমান মিজান এমপি ও খুলনা বিভাগীয় কর কমিশনারসহ অনুষ্ঠানের অতিথিরা।
চুয়াডাঙ্গা আলুকদিয়ার মরহুম আজিজুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ ঠিকাদারি ব্যবসার পাশাপাশি ভূষিমালের ব্যবসা করেন। সূত্র বলেছে, তিনি প্রায় অর্ধকোটি টাকার আয়কার প্রদান করেন বিদায়ী অর্থ বছরে। এবার তিনি দ্বিতীয়বারের মতো সম্মাননা ক্রেস্ট পেলেন।
গতকাল সোমবার দুপুরে বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেষ্ঠ করদাতাদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। এ উপলক্ষে খুলনার বয়রায় মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় করকমিশনার গোলাম মোস্তফা। প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ববোর্ডের সদস্য হুসাইন আহমেদ, করকমিশনার চিরন্ময় প্রসূন বিশ্বাস ও খুলনা বিভাগের সর্বোচ্চ শ্রেষ্ঠ করদাতা কুষ্টিয়া বিআরবি ক্যাবলের চেয়ারম্যান মজিবর রহমান।
চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ করদাতা হিসেবে আবুল কালাম আজাদ মনোনীত হওয়ায় তাকে তার সহকর্মীদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন।