১১ দফা নিয়ে মাঠে নামছে নতুন ফ্রন্ট

স্টাফ রিপোর্টার: বিএনপির নেতৃত্বাধীন জোটের বিকল্প ফ্রন্ট গঠনের প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় দফা বৈঠক করেছেন কয়েকটি দলের নেতারা। বৈঠকে খুব শিগগিরই ১১ দফার ভিত্তিতে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে একটি কনভেনশনের মাধ্যমে জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে সারাদেশে যুগপৎ ও যৌথ গণসংযোগের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। তবে নতুন ফ্রন্টের নাম চূড়ান্ত করা হয়নি। ১১ দফার মূল দফাগুলো হচ্ছে একই ব্যক্তি দু বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, দলীয় সিদ্ধান্তের বাইরে না যাওয়ার বিধান সংবলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করাসহ অন্যান্য দফা। বিকেল চারটার দিকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় এ বৈঠক হয়। শেষ হয় রাত ৮টার দিকে। বৈঠকে সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ.স.ম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সদস্য বজলুর রশিদ ফিরোজ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি আওয়ামী লীগের সাবেক নেতা আওম শফিউল্লাহ, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী প্রমুখ।