সাবেত্রী দেবী আগরওলার মৃত্যু : আজ দুপুরে শেষকৃত্ত

 

স্টাফ রিপোর্টার: সাবিত্রী দেবী আগরওয়ালা মারা গেছেন। কোলকাতার আনন্দ নিকেতন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইহকাল ত্যাগ করেন। মৃতদেহ আজ চুয়াডাঙ্গায় নেয়া হবে। দুপুর ১টায় চুয়াডাঙ্গার তালতলা শ্মশানে শেষকৃত্ত সম্পন্ন হবে।

সাবিত্রী দেবী আগরওয়ালা চুয়াডাঙ্গা বড়বাজার পুরাতনগলীর ফেন্সী স্টোরের মালিক বিনোদ কুমার আগরওয়ালার স্ত্রী। সাবিত্রী দেবী আগরওলার মৃত্যুকালে বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি এক ছেলে, স্বামী, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। অমায়িক ব্যবহার এবং সদালাপী সাবিত্রী দেবী আগলওয়ালা ডায়মন্ড ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগলওয়ালার কাকি।

পারিবারিকসূত্র বলেছে, বেশ কিছুদিন ধরে সাবিত্রী দেবী হৃদরোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের কোলকাতায় নেয়া হয়। অপারেশন করা হয়। অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপরও শেষ পর্যন্ত তাকে পূর্ণ সুস্থ করে দেশে ফেরানো যায়নি। তিনি গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদেহ গতকালই দেশে নেয়ার প্রক্রিয়া করা হয়। আজ সোমবার সকালেই গেদে-দর্শনা সীমান্ত চেকপোস্ট হয়ে দেহ দেশে নেয়া হবে। দুপুরে তালতলা শ্মশানে সৎকার সম্পন্ন হবে।