চুয়াডাঙ্গায় পশু সম্পদ চিকিৎসক শাহ আলমের ভুল চিকিৎসায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগ

 

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গায় পশুসম্পদ চিকিৎসক শাহআলমের ভুল চিকিৎসায় গবাদিপশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে লাল মোহাম্মদের একটি গরু ও মিরাজুলের একটি ছাগল মারা গেছে বলে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে গোপিনাথপুর গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে লাল মোহাম্মদ একটি গরু মোটাতাজা করছিলেন। কয়েকদিন আগে গরুটি অসুস্থ হয়ে পড়ে। তখন তিনি গরুটিকে পশু হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নেন। এ সময় চুয়াডাঙ্গা পশু হাসপাতালের চিকিৎসক শাহ আলম বলেন, ‘গরুটিকে হাসপাতালে নিতে হবে না আমি চিকিৎসা দিচ্ছি।’ পরে তিনি কিছু ওষুধপথ্য দেন। ওষুধ খেয়ে গরুটি চরম অসুস্থ হয়ে পড়ে। তখন গরুর মালিক লাল মোহাম্মদ উপায় না দেখে ৮০ হাজার টাকার গরু ৩৫ হাজার টাকায় স্থানীয় সমিতির কাছে বিক্রির করে দেন। এ ঘটনার ৬ মাস আগে গ্রামের শিরজনের ছেলে মিরাজুলের ১টি ছাগল ডা. শাহ আলমের ভুল চিকিৎসায় মারা যায়। দু দরিদ্র কৃষক তাদের গরু-ছাগল মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। ডা. শাহআলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাণিসম্পদ অফিসার ও উপজেলা ভাইস চেয়ারম্যানের নিকট আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।