কেরুজ চিনিকলের শ্রমিক নেতাসহ ৮ জনের বিরুদ্ধে বেনামি লিফলেট বিলি

ভুয়া শিক্ষা ও জন্মসনদ এবং তথ্য গোপন করে চাকরি নেয়ার অভিযোগ

 

দর্শনা অফিস: কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান সংগঠনের কর্নধার সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে বেনামি লিফলেট বিলি করা হয়েছে। লিফলেটে ৮ জনের বিরুদ্ধে শিক্ষা ও জন্মসনদ ভুয়া এবং তথ্য গোপনের অভিযোগ তোলা হয়েছে। ব্যবস্থাপনার পরিচালকের বরাবর লেখা এ লিফলেট পড়ে কেরুজ এলাকায় শুরু হয়েছে নানামুখি আলোচনা-সমলোচনা। বেশ কয়েকদিন ধরেই কেরুজ চিনিকলের অফিস, কারখানাসহ আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে বেনামি তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আকারে লিফলেট। মোস্তাফিজুর রহমান ছাড়াও আরো যাদের বিরুদ্ধে তথ্য গোপন, ভুয়া জন্ম ও শিক্ষা সনদে চাকরি নেয়ার অভিযোগ তোলা হয়েছে তাদের মধ্যে রয়েছে চিনিকলের ডিস্টিলারি বিভাগের স্থায়ী ফার্মেনটেশন হেলপার সিরাজুল ইসলাম, বিদ্যুত বিভাগের মরসুমি হেমার সুইজবোর্ডের অ্যাটেনডেন্ট গিয়াস উদ্দিন, উৎপাদন বিভাগের মরসুমি ক্রিস্টিলাইজার অ্যাটেনডেন্ট মাজেদুল ইসলাম, পরিবহন বিভাগের স্থায়ী ভলকানাইজার হেলপার আরিফুল ইসলাম, ওই বিভাগের মরসুমি ট্রাক্টরচালক নুর আলম, প্রকৌশল বিভাগের মরসুমি পাম ড্রাইভার মি. জুরন বিশ্বাস ও একই বিভাগের স্থায়ী বয়লার হেলপার মতিয়ার রহমান। মিলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লেখা এ লিফলেটে অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে নানা তথ্য প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। ৮ শ্রমিকের বিরুদ্ধে লিফলেট প্রকাশে কেরুজ অফিস ও কারখানাপাড়ায় চলছে নানামুখি গুঞ্জন। কারো কারো মুখে শোনা গেছে, এ অভিযোগে অভিযুক্তের সংখ্যা আরো রয়েছে। খতিয়ে দেখলেই বেরিয়ে আসতে অনেকেরই নাম।