সুপারসনিক গতিতে সংবিধান সংশোধন কেন?

 

স্টাফ রিপোর্টার: বিবিসি বাংলাদেশ সংলাপে আলোচকরা বলেছেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে এখনই দেয়া উচিত হবে না। আলোচনার ভিত্তিতে বিদ্যমান সংসদ, বিচার ও বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিবর্তন এনে এ ক্ষমতা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল থেকে সংসদে যেতে পারে। এজন্য গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির পরিবর্তন খুবই জরুরি। প্রয়োজনীয় পরিবর্তন সাধনের আগে সংসদের হাতে বিচারপতিদের অপসারণ বা অভিশংসনের ক্ষমতা গেলে ওই ক্ষমতার অপব্যবহার ও জনগণের ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিচারকরা রাজনীতিকদের আজ্ঞাবহ হয়ে পড়বেন এবং আদালতে রাজনৈতিক দলাদলি আরো বাড়বে। দেশে বিচারপতি নিয়োগের জন্য কোনো আইন নেই। তবে তাদের অপসারণের জন্য সুপারসনিকের মতো এতো দ্রুত গতিতে কেন সংবিধানে সংশোধনী আনা হচ্ছে। এতে সরকারের উদ্দেশ্যের সততা নিয়ে প্রশ্ন রয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপের ৮৫তম পর্বে আলোচক ও দর্শকরা এ কথা বলেন। বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, আওয়ামী লীগের আইন সম্পাদক আব্দুল মতিন খসরু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হুসেন।