মাহমুদুল্লাহর শিকার এডওয়ার্ডস

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে কার্ক এডওয়ার্ডসকে বিদায় করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৮৬/৩। ড্যারেন ব্র্যাভোর সাথে ক্রিজে যোগ দিয়েছেন শিবনারায়ন চন্দরপল। দ্বিতীয় সেশনে ক্রেইগ ব্রেথওয়েইটকে (৬৩) তাইজুল ইসলামের ক্যাচে পরিণত করে ১৪৩ রানের জুটি ভাঙেন তিন বছর পর টেস্ট খেলা শফিউল ইসলাম। আর অভিষিক্ত লিয়ন জনসনকে (৬৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার তাইজুল। তৃতীয় সেশনে কার্ক এডওয়ার্ডসকে শামসুর রহমানের ক্যাচে পরিণত করে দলকে সাফল্য এনে দেন মাহমুদুল্লাহ। গতকাল শনিবার সেন্ট লুসিয়ার বসেজু স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিঙের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন এনামুল হক, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম। অসুস্থতার কারণে দলে নেই ইমরুল কায়েস। আর পেস সহায়ক পিচে তৃতীয় পেসার খেলাতে বাদ দেয়া হয়েছে প্রথম টেস্টে অভিষিক্ত শুভাগত হোম চৌধুরীকে। বাদ পড়েছেন রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন। ক্রিস গেইলের জায়গায় অভিষেক হয়েছে লিয়ন জনসনের। প্রথম টেস্ট ১০ উইকেটে হেরে দু ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এটি পাঁচশতম টেস্ট।