দামুড়হুদা লক্ষ্মীপুরের আরিফকে শ্লীলতাহানির অভিযোগ তুলে গণপিটুনি

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা লক্ষ্মীপুরের আরিফকে (২৮) জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শয্যাপাশে থাকা তার বোন বলেছেন, আলমসাধু নিয়ে বিরোধের জের ধরে গণ্ডগোলে মারপিটের শিকার হয়েছে তিনি। তবে গ্রামসূত্র বলেছে, এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে তাকে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দাউদের ছেলে আরিফ গতকাল শনিবার সকাল ৮টার দিকে একই গ্রামের এক গৃহবধূর শ্লীলতাহানি করেন। এ সময় ওই গৃহবধূ চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে গণপিটুনি দেয়। পরবর্তীতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আরিফের শয্যাপাশে থাকা তার বোন জানান, আলমসাধু চালানো নিয়ে বাজারে গণ্ডগোল হয়েছে। সে কারণেই তাকে মারধর করা হয়েছে।

Leave a comment