দামুড়হুদার হাউলী ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নে ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিন্টু এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছেন টেকনিক্যাল এক্সপার্ট আক্তারুজ্জামান, টিমলিডার বিকাশ কুমার সান্তারা, ডাটা এন্ট্রি অপারেটর মঈনদ্দিন খাজা, মাজহারুল ইসলাম, নাহিদ হাসান, রেশমা খাতুন ও তাজুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, গতকাল শনিবার প্রথম দিনে মোট ৩১৮ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, যাদের জন্ম ১ জানুয়ারি ১৯৯৭ বা তার পূর্বে এবং ভোটার হওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও ইতঃপূর্বে ভোটার হতে পারেননি হালনাগাদ কার্যক্রমে তাদেরকে নিবন্ধন করা হচ্ছে। হালনাগাদের সময় মৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হচ্ছে।