মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ায় কার্যকর হয়েছে নতুন ইইউ নিষেধাজ্ঞা। এতে করে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর জন্য ঋণ বন্ধ হয়ে গেছে এবং তেল ও প্রতিরক্ষা ফার্মগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসা বন্ধ হয়ে গেছে। ইউক্রেইন সঙ্কটে রাশিয়ার ভূমিকার কারণে দেশটির ওপর চাপ বজায় রাখাই এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য। তবে ইউক্রেইনে যুদ্ধবিরতি চলার কারণে এ পদক্ষেপ শিথিল করা কিংবা তুলেও নেয়া হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ নিষেধাজ্ঞাকে শান্তি প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার চেষ্টা বলে অভিযোগ করেছেন। নেটো বলেছে, পূর্ব ইউক্রেইনে রাশিয়ার এখন পর্যন্ত প্রায় ১ হাজার সশস্ত্র সেনা আছে। রাশিয়ায় ইইউ নিষেধাজ্ঞার কারণে সেবা রপ্তানি বন্ধ হয়ে যাওয়া ছাড়াও দেশটির তেলশিল্পের জন্য প্রযুক্তি রপ্তানি বন্ধ হয়ে যাবে।