মুন্সিপুরে হাতের শাঁখা ও ইলিশ মাছ উদ্ধার

 

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর সীমান্তের সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা হাতের ৬৪০ পিস শাঁখা ও ১০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছেন। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়ার নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালানবিরোধী অভিযান চালান জাহাজপোতা মাঠে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা হাতের শাঁখা ও ইলিশ মাছ ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। এ সময় কোনো মাদকব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।