আটকবর/নতিপোতা সংবাদদাতা: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর এলাকার বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারণ করেছে। লাগাতার এ লোডশেডিঙের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিনে তো বিদ্যুত থাকছেই না, সন্ধ্যার পর ঘণ্টাখানেক বিদ্যুত এসে আবার চলে যাচ্ছে। ফলে বিরাজ করছে বিদ্যুতের ভয়াবহ অবস্থা। বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা, ছেলে-মেয়েদের লেখাপড়া ছোটখাটো ব্যবসা-প্রতিষ্ঠান প্রায় বন্ধের পথে। মাসখানেক আগে বিদ্যুত ব্যবস্থা ভালো থাকলেও বর্তমানে বিদ্যুতের টানা লোডশেডিং কেন হচ্ছে তা নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিদ্যুতের এ লুকোচুরি খেলায় গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হওয়ায় গতপরশু বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নাটুদা স্কুল মোড়ে পল্লি বিদ্যুতের কার্পাসডাঙ্গা অফিসের লাইনম্যান হারুন-অর-রশীদ জনগণের রোষানলে পড়েন। এক পর্যায়ে বিদ্যুত অফিসের ডিজিএম’র প্রতিশ্রুতিতে লাইনম্যানকে মুক্তি দেয়া হয়।
এলাকাবাসী জানায়, জগন্নাথপুর এলাকার বিদ্যুত লাইনটি প্রথম থেকেই মুজিবনগর রুট দিয়ে পার্শ্ববর্তী ঢোলমারী ও রতনপুর গ্রামের সাথে সংযোগ ছিলো। কিন্তু কিছু দিন থেকে ঢোলমারী ও রতনপুর গ্রামের লাইন থেকে জগন্নাথপুর গ্রামের লাইনটি আলাদা করে দেয়ার কারণে জগন্নাথপুর এলাকার বিদ্যুত সমস্যা চরম আকার ধারণ করেছে। তবে কী কারণে ওই লাইনটি আলাদা করা হয়েছে তা কারো জানা নেই। বিষয়টির প্রতি পল্লি বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।