চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের স্মরণসভায় সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা

 

 

কাজী হায়দার বেঁচে আছেন তার রেখে যাওয়া কর্মযজ্ঞে

স্টাফ রিপোর্টার: কাজী হায়দার ছিলেন একজন বলিষ্ঠ সংগঠক। জীবদ্দশায় যে কর্মযজ্ঞ করে গেছেন তিনি তার মধ্যেই চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন। কথাগুলো বলেছেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা। জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা জীবননগরের অ্যাড. কাজী গোলাম মোস্তফা হায়দারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন। লেখক সংঘ কর্তৃক আয়োজিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি প্রয়াত গোলাম মোস্তফা হায়দারের স্ত্রী ডা. শাহীনুর হায়দার।

চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. কামরুল আরেফিন, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যাপত এম এ গফুর, কাজী হায়দারের বড়ভাই কাজী বদরুদ্দোজা, সংঘের সহসভাপতি জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি ও দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা। বক্তব্য রাখেন হামিদুল হক মুন্সী, অধ্যাপক লুৎফর রহমান, সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান, রবিউল হোসেন সুকলাল, আবুল কাশেম মাস্টার, অ্যাড. বজলুর রহমান, আবুল কালাম আজাদ, দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল, ডা. শাহার আলী, আনোয়ার হোসেন, মাহতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা, শোয়েব দরবেশ, সিরাজ সামজী, শামিমা আখতার, সামসাদ রান ও আব্দুল আলীম। দ্বিতীয় পর্বে পাক্ষিক সাহিত্য পাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়। সংঘের সহসভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে এতে উপস্থিত কবি-সাহিত্যিকগণ স্বরচিত লেখা পাঠ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান।