কুষ্টিয়ায় গাঁজাসেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

 

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় গাঁজাসেবনের দায়ে ৩ জনকে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের সুখনগর বস্তি এলাকায় গাঁজা সেবনের অপরাধে সোহেল (২২) ও সুজনকে (২০) পুলিশ আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে শহরতলীর বটতৈল শিশিরমাঠ এলাকায় গাঁজাসেবনের দায়ে আব্দুস সাত্তারকে (৪৮) আটক করে পুলিশ। পরে সেখানেই ভ্রাম্যামাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ। দণ্ডপ্রাপ্ত সুজন শহরের চর আমলাপাড়া এলাকার সেলিমের ছেলে, সোহেল কোর্টপাড়ার সুখনগর বস্তি এলকার নুর ইসলামের ছেলে ও আব্দুস সাত্তার বটতৈল কবুরহাট এলাকার মৃত নওয়াব মোলার ছেলে।

কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ জানান, গাঁজাসেবনের দায়ে এবং গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল ও সুজনকে ৬ মাসের এবং আব্দুস সাত্তারকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আটকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।