৫০ লাখ জি-মেইল অ্যাকাউন্ট হ্যাকড!

 

 

মাথাভাঙ্গা মনিটর: আপনার পাসওয়ার্ড পুরনো হয়েছে কি? নিজের মনে রাখার সুবিধার জন্য খুব সহজ পাসওয়ার্ড দিয়ে ফেলেছেন কি? তাহলে এখুনি তা বদলে ফেলুন। নতুন একটি রিপোর্ট বলছে প্রায় ৫০ লাখ জি-মেইল অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাক করে তা অনলাইন পোস্ট করেছে সাইবার অপরাধীরা। গত মঙ্গলবার রাশিয়ান বিটকয়েন সিকিউরিটি ফোরামে ইংরেজি, স্প্যানিশ ও রাশিয়ান ভাষী ইউজারদের পাসওয়ার্ড হ্যাক করে পোস্ট করেছে হ্যাকাররা। ঘটনার কিছুক্ষণ পরই ওই ফোরামের ইউজাররা পরে দাবি করেন এই পাসওয়ার্ডগুলোর ৬০ শতাংশ ঠিক ও সক্রিয়। যদিও সংবাদমাধ্যমকে গুগল জানিয়েছে তাদের কাছে এরকম কোনো প্রমাণ নেই। প্রায় ৪.৬ মিলিয়ন Mail.ru অ্যাকাউন্ট ও ১.২৫ মিলিয়নের ওপর ইয়ানডেক্স ইমেল আইডি লিক হওয়ার পর এই ঘটনা সামনে আসে।