অনিক সাইফুল/জাহাঙ্গীর আলম: লাটাহাম্বারযোগে শিয়ালমারী গরুহাটে গরু বিক্রি করতে যাওয়ার পথে দর্শনার মায়া ক্লিনিকের সামনে দুর্ঘটনায় আলমডাঙ্গার ভোলারদাড়ি গ্রামের গরুব্যবসায়ী ফিরোজ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গ্রামসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের ভোলারদাড়ি গ্রামের মকবুলের ছেলে গরুব্যবসায়ী ফিরোজ (৩৭) গতকাল বৃহস্পতিবার সকালে জোড়গাছা গ্রামের তাহাজুলের ছেলে নূর নবীর অবৈধ পরিবহন লাটাহাম্বারযোগে জীবননগরের শিয়ালমারী হাটে গরু বিক্রি করতে যান। গাড়িতে গরুবোঝাই থাকায় ছাদে ওঠেন ফিরোজ ও ভোলারদাড়ির হাসিবুল। দুপুর সাড়ে ১২টার দিকে লাটাহাম্বারটি দর্শনার মায়া ক্লিনিকের সামনে পৌঁছুলে একটি ছাগল রাস্তার ওপর চলে আসে। এ সময় ছাগলটি বাঁচাতে গিয়ে লাটাহাম্বারচালক নূর নবী জোরে ব্রেক করেন। এতে গরুব্যবসায়ী হাসিবুল ও ফিরোজ ছাদ থেকে ছিটকে পিচরাস্তার ওপর পড়ে যান। হাসিবুল বেঁচে গেলেও ফিরোজ লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল বিকেলে লাশ ভোলারদাড়ি গ্রামে পৌঁছুলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ফিরোজের স্ত্রী-সন্তান ও নিকটাত্মীয়ের আর্তচিৎকারে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামজুড়ে দেখা দেয় শোক। গতরাত সাড়ে ১০টার দিকে লাশের জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে গ্রামসূত্রে জানা গেছে।