বোলিং অ্যাকশন পরীক্ষা করবে প্রযুক্তি

 

মাথাভাঙ্গা মনিটর: এবার বোলিং অ্যাকশন পরীক্ষায় প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে। ২০১৫ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। খেলোয়াড়দের শরীরে একটি সেন্সর বসানো হবে। যা স্বয়ংক্রিয়ভাবে বোলিং অ্যাকশন পরীক্ষা করবে। বোলার হাত কতো ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা ধরতে সক্ষম হবে এ প্রযুক্তি। আইসিসি জানিয়েছে, প্রথম ধাপে তারা এ সফটওয়্যার তৈরির কথা চিন্তা করে এবং তৈরি করতে সক্ষম হয়। দ্বিতীয় ধাপে এ প্রযুক্তির সফল ব্যবহার করা হয় গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তৃতীয় ধাপে ২০১৫ সালে এ প্রযুক্তির প্রথম ব্যবহার করা হবে আন্তর্জাতিক ক্রিকেটে।