স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হায়দারপুরে পৃথক ঘটনায় দুজন আহত হয়েছেন। এদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। দুজনের মধ্যে খোরশেদ আলী আলমসাধু দুর্ঘটনায় ও গরুর আঘাতে আলী মল্লিক আহত হন।
জানা গেছে, চুয়াডাঙ্গার হায়দারপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে খোরশেদ আলী (৪৫)। তিনি আলমসাধুচালক। খোরশেদ আলীর সাথে থাকা স্বজনরা জানান, তিনি চুয়াডাঙ্গা থেকে আলমসাধুতে টায়ার ভর্তি করে ঝিনাইদহ যাচ্ছিলেন। সকালে সাড়ে ৬টার দিকে হায়দারপুর তালবাগান পৌঁছুলে আলামসাধু সামনে চাকার এক্সেল ভেঙে যায়। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে খোরশেদ আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে একই গ্রামের সনচর মল্লিকের ছেলে আলী মল্লিক (৫২) রাত ৯টার দিকে গরুর ঘাস দিতে যান। এ সময় গরুর আঘাত তিনি গুরুতর আহত হন বলে পারিবারিকসূত্রে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আঘাতে তার ডান পা ভেঙে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা জানান।