খালেদা জিয়ার সপ্তম কারামুক্তি দিবস : চুয়াডাঙ্গা ঝিনাইদহে বিএনপির কর্মসূচি

 

 

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, ঝিনাইদহ ও হরিণাকুণ্ডুতে বিএনপি কর্মসূচি পালন করেছে। পালিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনাসভা ও র‌্যালি। চুয়াডাঙ্গা জেলা বিএনপি গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করে। ঝিনাইদহ বিএনপি আলোচনাসভার পাশাপাশি র‌্যালিও করেছে বলে আমাদের প্রতিনিদি জানিয়েছেন।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। প্রধান বক্তা ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য রউফুন নাহার রীনা, সিরাজুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির সভাপতি এমএম শাহাজাহান মুকুল, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুন্সী আওরঙ্গজেব বেল্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা হেদায়েত হোসেন আসলাম, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাজীব খান ও যুগ্মআহ্বায়ক শাহজাহান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদল নেতা আবু বকর সিদ্দিক আবু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা বুঝিয়ে দিয়েছেন কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়। একইভাবে নব্য স্বৈরাচার শেখ হাসিনাকেও কীভাবে উৎখাত করতে হবে তা দেশনেত্রী জানেন। সময়মতো দেশবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

ঝিনাইদহ অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় কুটুম কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল আলীম, বিএনপি নেতা আক্তারুজ্জামান, একেএম ওয়াজেদ, মুন্সী কামাল আজাদ পান্নু, আবদুল মজিদ, শাহজাহান আলী, সাজেদুর রহমান পপ্পু, আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন, আরিফুল ইসলাম আনন, সাইফ মাহমুদ মামুন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ক্ষমতা কুক্ষিগত করার পরিণাম আওয়ামী লীগের জন্য ভালো ফল বয়ে আনবে না।

হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭ম কারামুক্তি দিবস পালন করেছে হরিণাকুণ্ডু বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সকাল ১০টার দিকে দলের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ডা. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁন। স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিকুল ইসলামের পরিচালনায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দলের পৌর সেক্রেটারি কাউন্সিলর আনিসুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারি জমির উদ্দিন মোল্লা ও মোজাম্মেল হক চেয়ারম্যান, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুস সামাদ, পৌর ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, আলমডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। হাইরোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে প্রধান অতিখি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু। কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ইরিয়ান আহম্মেদ সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আজিবার রহমান, কাউন্সিলর নাসির উদ্দিন, ডাউকি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, কুমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাবুল মেম্বার প্রমুখ।