মেহেরপুর সরকারি কলেজে ককটেল বিস্ফোরণ : ছাত্রলীগের বিক্ষোভ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেটের মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল প্রমুখ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানিয়েছেন, ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা ককটেল বিস্ফোরন ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।