ফেসবুকে প্রেম : অত:পর

 

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণার পর অপহরণের অভিযোগে নরসিংদী থেকে প্রতারকচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যক্তিকে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানায়, প্রতারকচক্রের সদস্যরা মুন্নি অক্তার নামে ফেক আইডি ব্যবহার করে গাজীপুরের টঙ্গি এলাকার হৃদয় মিয়াকে টার্গেট করেন। পরে তাকে নরসিংদী এসে দেখা করার কথা বলেন। হৃদয় মুন্নি আক্তারের সথে দেখ করতে এলে প্রতারকচক্রের সদস্য সোহেল, সুমন, রাসেল ও হিমেল তাকে অপহরণণ করে। পরে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহনেওয়াজ খালেদের নেতৃত্বে একটি দল নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করে। একই সাথে অপহৃত হৃদয়কে উদ্ধার করা হয়।