জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা প্রয়াত অ্যাড. কাজী গোলাম মোস্তফা হায়দারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

 

জীবননগর ব্যুরো: জীবননগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অ্যাড. কাজী গোলাম মোস্তফা হায়দারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কাজী টাউয়ারে জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি ডা. শাহিনুর হায়দারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।

সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শামসুল আলমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর। এছাড়াও সাহিত্য পরিসদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, বিশিষ্ট সমাজসেবক কাজী বদরোদ্দোজা, শিক্ষক নজরুল ইসলাম, মুন্সি আবু সাইফ, আব্দুস সালাম ইসা, শোয়েব আহমেদ, আব্দুল হামিদ জুয়েল, আব্দল আজিজ, মুন্সি আবু সালেক প্রমুখ।