চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বললেন

গদি রক্ষার জন্য মনগড়া আইন করেও কেউ চিরদিন ক্ষমতা থাকতে পারেনি

 

স্টাফ রিপোর্টার: বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফেরাতে সংবিধান সংশোধন উদ্যোগের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। এদিকে গতকাল চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ দেশের অধিকাংশ জেলায় বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে এই বিল জাতীয় সংসদে উত্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় ফিরে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। তিনি বলে, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে এ আইন অবিলম্বে বাতিল করতে হবে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। নতুবা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের বীর সৈনিকরা এই কালো আইনের দাঁতভাঙা জবাব দেবে। স্বৈরাচারী এ অবৈধ সরকারকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করবে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম, রউফুন নাহার রিনা, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঙ্গল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আছিরুল ইসলাম সেলিম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবু তরফদার, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা হাজি আব্দুল মান্নান, জেলা যুবদল নেতা খালদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেনা খাতুন, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাজীব খান, শাহাজাহান খান, সুজন মালিকসহ চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জনপ্রতিনিধিত্বহীন সংসদের হাতে ফিরিয়ে দেয়ার গণবিরোধী উদ্যোগের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের শেরেবাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেপি বসু সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন- বিএনপি নেতা এমএ মজিদ, আকতারুজ্জমান, আশরাফুল ইসলাম পিন্টু, মীর ফজলে ইলাহী শিমূল। বিচারপতিদের জন্য অপমানজনক বলে দাবি করে এ অভিশংসন ক্ষমতা বিল বাতিলের দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা অনির্বাচিত সংসদের হাতে দেয়ার উদ্যোগ জনগণ মেনে নেবে না। যুগে যুগে অনেক স্বৈরশাসক নিজেদের গদি রক্ষার জন্য মনগড়া আইন করেও তারা ক্ষমতা ধরে রাখতে পারেনি। ক্ষমতা কুক্ষিগত করার পরিণাম আওয়ামী লীগের জন্য ভালো ফল বয়ে আনবে না বলে বক্তারা জানান।