শিশু কাজলীর লাশ ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন

 

আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের পীরপুরের দ্বিতীয় শ্রেণির ছাত্রী কাজলীর লাশ ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বেলা দুটোর দিকে দাফনকাজ সম্পন্ন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে কাজলীর লাশ পীরপুর নেয়া হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্থানীয় পীরপুর কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়। গত সোমবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া ইউনিয়নের পীরপুরের আবুল কালামের মেয়ে কাজলী নিজ ঘরের জানালায় খেলার ছলে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়। অবশ্য কেউ কেউ বলেছে, সমবয়সীদের সাথে খেলতে গিয়ে ওড়না ধরে টানাটানির সময় মৃত্যু হয় তার। বিষয়টি কিছুটা আড়াল করতেই জিনের ভাব বা দৃষ্টির ভাবের কথা বলতেই সন্দেহ ঘনীভূত হয় পুলিশের। সন্দেহমুক্ত হতেই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গত সোমবার বিকেলে লাশ উদ্ধার করে। গতকাল সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।