দৌলতপুরে চারজন অ্যানথ্রাক্সে আক্রান্ত

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর গোয়ালগ্রাম এলাকায় অ্যানথ্রাক্সে ৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তরা হলেন- উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম মালিথাপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে খৈয়ম (২২), নবীর মালিথার ছেলে ফরজুল (৩৫), দবির মালিথার ছেলে ভাষান (৩৩) ও তার স্ত্রী রেক্সেনা (২৩)। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

অ্যানথ্রাক্সে আক্রান্ত আবু খৈয়ম জানান, ১৫/১৬ দিন আগে একটি অসুস্থ গরু জবাই করে তারা তার মাংস খান। এরপর থেকে শরীরের বিভিন্ন অংশে চুলকানির পর ঘা হয়ে যায়। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন জানান, গোয়ালগ্রাম এলাকার খৈয়ম নামে এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এলে দেখা গেছে যে, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। ওই গ্রামে এখন পর্যন্ত ৪ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে মেডিকেল টিম গঠন করে ওই এলাকায় অ্যানথ্রাক্স আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে বলে তিনি জানান।