তিন সন্তানের জননী মিলি খাতুনের বিষপানে আত্মহত্যা

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের যাদবপুরের তিন সন্তানের জননী মিলি খাতুন (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়ির অদূরবর্তী ধানক্ষেতের পাশে বিষপান করেন। তাকে দুপুরে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিকেলে তিনি মারা যান।

কেন তিনি বিষপান করেছেন, কেন আত্মহত্যা? প্রথমে কেউ কেউ এনজিওর ঋণের কিস্তির জন্য বলে মন্তব্য করলেও পরে পরিবারের সদস্যরা বলেছেন, দীর্ঘদিন ধরে স্বামী বদর উদ্দীনের সাথে দাম্পত্য কলহ চলছিলো। গতকাল সকালে ভাত দিলে স্বামী ভাতের থালা ছুড়ে ফেলে ছাগল-গরু কেনা ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। এরপরই স্ত্রী মিলি খাতুন বাড়ির পাশের মাঠে গিয়ে ধানক্ষেতের আইলে বসে বিষপান করেন। খোঁজাখুঁজির এক পার্যায়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। মারা গেলে দ্রুত লাশ নেয়া হয় স্বামীগৃহে।