দামুড়হুদার কুড়ুলগাছিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা নির্মাণ

 

 

মোস্তাফিজুর রহমান কচি/শরিফ রতন: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহল্লাবাসীর বৃহত্তর স্বার্থে রাস্তা নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছে জেলা প্রশাসন।

এলাকাসূত্রে জানা গেছে, দামুড়হুদার উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি পশ্চিমপাড়ার আব্দার আলী সরকারি জমিতে অবৈধভাবে ঘর ও পাঁচিল নির্মাণ করে বসবাস করে আসছিলেন। ফলে ওই এলাকার ৩০/৪০ ঘর মানুষ যাতায়াতের রাস্তা না পেয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। ভুক্তভোগী মহল্লাবাসী অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি তুলে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ পেশ করে। লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,দামুড়হুদার মডেল থানার এসআই আবু জাহের ভুঁইয়া,কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি তপন কুমার নন্দী,সার্ভেয়ার গোলাম মোস্তাফা,কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ।