কাশ্মিরে ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা

মাথাভাঙ্গা মনিটর: ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।প্রলয়ঙ্করী বন্যায় হাজার হাজার মানুষ আটকা পড়ে বিচ্ছিন্ন অবস্থায় সঙ্কটজনক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে বলে সোমবার জানিয়েছে একটি সংবাদ মাধ্যম।রাজ্যেররাজধানী শ্রীনগর শহরের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। উদ্ধারেরঅপেক্ষায় এসব এলাকার লোকজন বাড়ির বারান্দায় ও ছাদে অপেক্ষা করে আছে।প্রবল বন্যায় ফোন লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে অনেক মানুষ নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন।র্শ্ববর্তী ঝিলম নদীর উপচে পড়া পানি শ্রীনগরকে একটি বড় ধরনের হ্রদের রূপদিয়েছে। বন্যার পানি ক্রমাগত বাড়ছে এবং রাজ বাগের মতো কোনো কোনো এলাকায়দুই-তিনতলা পর্যন্ত উচ্চতা ছাড়িয়ে গেছে।বাড়তে থাকা বন্যার পানিথেকে রক্ষা পেতে লোকজন হাসপাতালসহ শহরের বিভিন্ন উঁচু ভবনে আশ্রয় নিয়েছে।শ্রীনগরে সামরিক বাহিনীর ক্যান্টনমেন্ট, বেসামরিক প্রশাসনের সচিবালয় এবংউচ্চ আদালতের ভবনও পানিতে ডুবে গেছে।প্রবল পানির তোড়ে রাস্তা ও সেতুবিধ্বস্ত হয়ে ভেসে যাওয়ায় দক্ষিণ ও মধ্য কাশ্মিরের পুলবামা, অন্ততনাগ ওশোপিয়ান এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।১২ সেপ্টেম্বর পর্যন্তরাজ্যের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অনেক মানুষ এখনত্রাণশিবির ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন।রাজধানী শ্রীনগরসহ রাজ্যের অধিকাংশ এলাকায়ই বিদ্যুৎ নেই। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।