আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে র‌্যালি ও আলোচনাসভা

 

 

টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা

স্টাফ রিপোর্টার: ‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়েজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে চুয়াডাঙ্গার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।র‌্যালিটিতে চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষকছাত্র ছাত্রীরা ব্যানার,ফেস্টুন নিয়ে অংশ নেয়। বর্ণাঢ্য র‌্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।

সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান ও ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন-বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল হাওলাদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমানে ছেলে-মেয়ের অভিভাবকরা সচেতন হয়েছেন। লেখাপড়া মানেই সরকারি চাকরি নয়। শিক্ষা নিয়ে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্ম আইটি সেক্টরে এগিয়ে যাচ্ছে। কোনো কোনো সেক্টরে অতি অল্প সময়ে দেশ অনেক উন্নতি করেছে। এভাবে এগিয়ে যেতে থাকলে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় চলে আসবে বাংলাদেশ। তাই সাক্ষরতা দিবস একদিনের মধ্যে সীমাবদ্ধত না থেকে বছরের প্রতিটি দিন কাজ করে যেতে হবে সকলকে।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে,আলমডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা’ (লিটারেসি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট)। গতকাল ৮ সেপ্টেম্বর সোমবার সারাদেশের ন্যায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন। সকাল ১০টার সময় উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনাসভা করেন। আলোচনাসভায় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলে ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা,মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, নির্বাচন অফিসার এজিএম মোস্তফা ফেরদৌস, মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম, পিআইও মিজানুর রহমান, সমাজসেবা অফিসার আবু তালেব, যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষ অফিসার নুর ইসলামের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন- মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জিয়াউল হক, ইউইও শাহাজান রেজা, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেচ উদ্দিন, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুস সালেহীন,সহকারী পল্লিউন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, সহকারী শিক্ষক মোল্লা ফেরদৌস ইল আলম প্রমুখ।

দামুড়হুদা অফিস/প্রতিনিধি জানিয়েছেন,দামুড়হুদায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও জনকল্যাণ সংস্থার (ওয়ার্প) যৌথ আয়োজনে বিশ্ব স্বাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে শেষ হয়। আলোচনাসভায় বক্ত্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা,প্রাথমিক শিক্ষা অফিসার, নূর জাহান বেগম, প্রেসক্লাবের সভাপতি দীন মোহাম্মদ, সম্পাদক নূরন্নবী, প্রমুখ। র‌্যালিতে বিভিন্ন অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করে।র‌্যালি শেষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম নুরুন্নবী, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।

জীবননগর ব্যুরো জানিয়েছে,‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল সোমবার জীবননগরে বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলেক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল ও ইউএনও নুরুল হাফিজ এ র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উপজেলা ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেরপরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সাক্ষরতা দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও শিক্ষকগণ আলোচনাসভায় বক্তব্য রাখেন।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, গতকাল ৮ সেপ্টেম্বর ছিলো আস্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নের মূল কথা,স্বাক্ষরতা আর দক্ষতা’।দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে আমঝুপিতে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এ আলোচনাসভার আয়োজন করে।মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার নাসিরা আক্তার,প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ।

গাংনীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, ‘টেকসই উন্নয়নের মূল কথা, সাক্ষরতা আর দক্ষতা’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল নয়টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে একটি র‌্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনার মধ্যদিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা ও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির প্রকল্প পরিচালক মোস্তফা কামরুল হাসান প্রমুখ।

এদিকে দিবসটি পালন উপলক্ষে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন গাংনী উপজেলা শাখা অফিসের সহযোগিতায় এ উপজেলার ৯টি ইউনিয়নে পৃথক পৃথক র‌্যালি ও আলোচনাসভাসহ শিক্ষার্থীদের বইপড়া, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, ‘টেকসই উন্নয়নের মূল কথা, সাক্ষরতা আর দক্ষতা’এ স্লোগানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি শেষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের নেতৃত্বে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন- শিক্ষা অফিসার আফিল উদ্দীন, গোলাম ফারুক, কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম। বক্তব্য রাখেন- সুশান্তার নির্বাহী পরিচালক সাফিয়া সারমিন উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্র-ছাত্রী উপজেলার কর্মকর্তা-কর্মাচারীবৃন্দ।

কালীগঞ্জপ্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে কালীগঞ্জে আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ শেষে ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। র‌্যালিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এনজিওকর্মী, সাংস্কৃতিক সংগঠনসমূহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা অণুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি উপস্থিত ছিলেন।

কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল সোমবার কোটচাঁদপুর উপজেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এ র‌্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ সুধীজনেরা অংশ নেন। র‌্যালি শেষে আলোচনাসভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পালের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুল ইসলাম শাহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষা নিতে হবে।আমাদেরকে ভালো মানুষ হতে হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা যদি পড়াশোনা করে সুনাগরিক হই তাহলে আমাদের দ্বারা সমাজ, দেশতথা জাতি উপকৃত হবে। শুধু স্কুলে যাতায়াত করলেই হবে না।তোমাদের জীবনের লক্ষ্য স্থির করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। একজন সুনাগরিকই পারে দেশকে কিছু দিতে। তিনি জীবন গঠনে ধর্মীয় আচার আচরণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা লতানা।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘টেকসই উন্নয়নের মূল কথা স্বাক্ষরতা আর দক্ষতা’ এ স্লোগান নিয়ে ঝিনাইদহে আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করে।আজ সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. আলতাফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নসহ অনেকে বক্তব্য রাখেন। এদিকে দিবসটি উপলক্ষ্যে হরিণাকুণ্ডু শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমীন বক্তব্য রাখেন।

মেহেরপুর অফিস জানিয়েছে,‘টেকসই উন্নয়নের মূল কথা,সাক্ষরতা আর দক্ষতা’এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। গতকাল সোমবার সকাল ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এনডিসি আমীনুল ইসলামসহ অন্যরা। এছাড়া সরকারি-বেসরকারি, বিভিন্ন এনজিও সংস্থা কর্মচারী-কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা র‌্যালি ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন।