আইএস’র বিরুদ্ধে ওবামার হামলা পরিকল্পনা চূড়ান্ত

মাথাভাঙ্গা মনিটর: ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলা পরিকল্পনা চূড়ান্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।আগামীবুধবার এক ভাষণেরমাধ্যমে এ পরিকল্পনা পেশ করবেন বলে গত শনিবার মিট দ্য প্রেসঅনুষ্ঠানে জানিয়েছেন তিনি।ওয়েলসের নেটো সম্মেলন থেকে ফেরার পরপরই ওবামার এইসাক্ষাৎকারটি গ্রহণ করে একটি টেলিভিশন।আইএস’কে নির্মূলের কোনো কৌশলনির্ধারণ করতে না পারায় সমালোচনার মুখে থাকা ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র আইএস’রশক্তিকে খর্ব করে দেবে, তাদের দখলকৃত এলাকায় সঙ্কুচিত করে তাদের পরাজিতকরবে।ওবামা বলেন, আমি দেশকে (যুক্তরাষ্ট্র) প্রস্তুত করছি এটি নিশ্চিতকরার জন্য যে আমরা আইএসআইএল (আইএস) এর দিক থেকে আসা একটি হুমকির বিরুদ্ধে ব্যবস্থানিচ্ছি।আইএসযাকে কখনো কখনো আইএসআইএল বা আইএসআইএস’ও বলা হয়, সাম্প্রতিকমাসগুলোতে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোকেইসলামি খেলাফতহিসেবে ঘোষণা করছে।ওবামা আরো বলেন, বুধবার, আমি একটি ভাষণ দেবোআর কীভাবে আমাদের পরিকল্পনা সামনে এগিয়ে যাবে তার বর্ণনা দেবো।