তথ্য বাতায়নে খুলনা বিভাগে সেরা আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়নে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ার গৌরব লাভ করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২১ অর্জনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এটুআই প্রোগ্রামের অংশ হিসেবে ইউনিয়ন থেকে শুরু করে বিভাগ পর্যন্ত একই ফ্রেমওয়ার্কে আনার জন্য জাতীয় তথ্য বাতায়ন নির্মাণ করা হয়। জনগণের তথ্যসেবা সহজতর করার জন্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিত হয় তথ্য বাতায়নসমূহ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় এআইটু প্রোগ্রাম থেকে দেশের তথ্যবাতায়নগুলো মূল্যায়ন করা হয়। তার মধ্যে দেশের মোট ৭টি ইউনিয়নকে সেরা ঘোষণা করা হয়।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন দেশের ৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে একটি নির্বাচিত হয়েছে।এ উপলক্ষে গতকাল রোববার ঢাকার ব্যায়াম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে হারদী ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এমপি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আব্দুল সোহবান সিকদার,এটুআই প্রকল্পের পরিচালক কবির আনোয়ার,ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর প্রমুখ। হারদী ইউনিয়নের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশালফুল আলম,হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,হারদী ইউপি সচিব সোহরাব হোসেন ও উদ্যোক্তা রাকিব উদ্দিন।