জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সোন্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ বিদ্যালয়ের ফান্ড তছরূপ করে টাকা আত্মসাৎ ও বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং পাঠদান উপকরণ ক্রয়ের টাকা জাল ভাউচার করে উত্তোলন করে পকেটস্থ করা।
অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক ২০০৭ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন খাতে আসা প্রায় লক্ষাধিক টাকার মধ্যে তিনি মাত্র ৩০ হাজার টাকার কাজ করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও বিগত কমিটি বিদ্যালয়ের ফান্ডে ২৫ হাজার ৭শ টাকা রেখে গেলে তিনি সভাপতির স্বাক্ষর জাল করে এ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।