জীবননগরে ভ্রাম্যমাণ আদালতেজুয়াড়ির জেল-জরিমানা

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা গ্রাম থেকে গ্রেফতারকৃত জুয়াড়ি কলম উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেছেন। গতকাল রোববার রাতে জীবননগর থানা পুলিশ বাঁকা গ্রামের মাঠে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে তাকে গ্রেফতার করে আদালত সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নুরুল হাফিজ তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২শ টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের জেল প্রদান করেন।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বাঁকা গ্রামের মনির উদ্দিনের ছেলে কলম একজন জুয়াড়ি। সে নিয়মিত বাঁকা গ্রামের বিভিন্ন স্থানে জুয়ার আসর বসিয়ে অবৈধ অর্থ আয় করে। গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ও সেকেন্ড অফিসার লুৎফুল কবির রাতে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে কলমকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কলমকে রাতেই ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২শ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানার টাকা অনাদায়ে ৫ দিনের জেলের রায় প্রদান করেন।